পাহাড়তলীতে অপহরণ-চাঁদাবাজ চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার যুবক

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ৮:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে অপহরণ ও চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানাধীন নয়াবাজার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হাতে হাতে অপহরণকৃত এক যুবককে উদ্ধার করা হয়। আজ শুক্রবার থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন -এমরান হোসেন অপু (৩২), মাহমুদুল হাসান (২৬) এবং মোঃ সেলিম (৫০)। তারা পাহাড়তলী ও হালিশহরের বাসিন্দা।

পুলিশ জানায়, শিমুল (২৩) নামে এক যুবককে অপহরণ করে আসামি মো: সেলিমের বাড়িতে ভিকটিমকে আটকে রেখে রাতভর মুক্তিপণ আদায়ের জন্য মারধরের পাশাপাশি হত্যার ভয় দেখিয়ে তার মুঠোফোন ও নগদ টাকা কেড়ে নেয়। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় মহিউদ্দিন হত্যা : প্রধান আসামি আসিফ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু