পাহাড়তলী থানায় শীতকালীন আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা চট্টগ্রামের পাহাড়তলী থানার প্রাণহরি আমীন একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন প্রাণহরি আমীন একাডেমি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. জাকির হোসেন ও উদ্বোধক ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষকবৃন্দ যথাক্রমে মো. আবু জাফর, খালেদ মোহাম্মদ ইমরান, মো. শাহ আলম, মো. শাহ আলম মজুমদার, জামাল উদ্দীন, মোহাম্মদ আল আমীন, আব্দুল কাদির, মো. মাসুদ রানা, মো. জহির উদ্দিন, রুজিনা আক্তার,দেলোয়ার হোসেন, মো. ফরহাদ আলম, মুন্নি বড়ুয়া, বিপাশা বড়ুয়া, বেলুশ্রী রায়, পলাশ চন্দ্র দাশ, রায়হানা আক্তার প্রমুখ। পাহাড়তলী থানার ২০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে। ক্রিকেটে (বালক) চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রানার আপ সেন্ট জেভিয়ার্স স্কুল, ক্রিকেটে (বালিকা) চ্যাম্পিয়ন ফিরোজশাহ বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্স আপ পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, ভলিবলে (বালক) চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ভলিবলে (বালক) রানার আপ প্রাণ হরি আমিন একাডেমি, ভলিবলে (বালিকা) চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রানার আপ পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, বাস্কেটবলে (বালক) চ্যাম্পিয়ন মির্জা আহম্মেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়, রানার আপ হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বাস্কেটবলে (বালিকা) চ্যাম্পিয়ন মির্জা আহম্মেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়, রানার আপ হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ব্যাডমিন্টনে (বালক) দ্বৈতে চ্যাম্পিয়ন কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, রানার আপ মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, ব্যাডমিন্টনে (বালিকা) দ্বৈতে চ্যাম্পিয়ন মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, রানার আপ ইস্পাহানী আদর্শ উচ্চ বিদ্যালয়। এ্যাথলেটিঙ বালকে চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ ও রানার আপ কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষার শিক্ষক খালেদ মো. ইমরান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চট্টগ্রাম হারালো কক্সবাজারকে
পরবর্তী নিবন্ধআফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে মরক্কো-সেনেগাল