পাহাড়তলী থানা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

পাহাড়তলী থানায় ৫০তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩১ মে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও আন্তঃস্কুল ও মাদ্রাসার সম্পাদক মিসেস তাহেরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরিফিন। বিশেষ অতিথি ছিলেন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মো. জাহাঙ্গীর। শীতকালীন প্রতিযোগিতায় বিজয়ীরা: বালক ক্রিকেটে চ্যাম্পিয়ন গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, রানার আপ কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, বালিকা ক্রিকেটে চ্যাম্পিয়ন পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ, রানার আপ কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, বালক ভলিবলে চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রানার আপ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা ভলিবলে চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রানার আপ কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, বালক (দ্বৈত) ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রানার আপ হযরত মঈনউদ্দিন শাহ্‌ (রা.) দাখিল মাদ্রাসা, বালিকা (দ্বৈত) ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাট্টলী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, রানার আপ গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, বালক বাস্কেটবলে চ্যাম্পিয়ন মির্জা আহম্মেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, রানার আপ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ্যাথলেটিকসে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন জিহাদ আফরিদ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার আপ হন আবু রায়হান, মির্জা আহম্মদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়। বালিকাদের ইভেন্টে এ্যাথলেটিকসে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নাহিদা আক্তার এবং রানার আপ হন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের রেহেনুমা মরিয়ম। অনুষ্ঠান সঞ্চালন করেন শারীরিক শিক্ষার শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক নান্নু
পরবর্তী নিবন্ধচবি রসায়ন বিভাগের আন্তঃবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন