নগরীর পাহাড়তলী বাজার সংলগ্ন ভেলুয়ার দিঘীর পাড় ডিমের আড়তে বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়া, ডিমের মূল্য বেশি রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। আজ সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান এ অভিযান পরিচালনা করেন।
মূলত বাজারে স্থিতিশীলতা আনয়নে ভেলুয়ার দিঘীর পাড়ের ডিমের আড়তে অভিযান চালানো হয়েছে জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে অন্যান্য আড়তকে সতর্ক করা হয়।