পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ৯নং ইউনিটের বিক্ষোভ মিছিল

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ৯নং ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার সাকিলা ফারজানার নির্দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গতকাল শুক্রবার বিকেল ৩টায় ৩নং বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। ৯নং ইউনিট সভাপতি শাহজাহান লেদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি নেতা মো: ইব্রাহীম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মো: দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য মো: তাজুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন মো: ইমরান, মো: আমির হোসেন, মোঃ বেলাল, ওয়ার্ড যুবদল নেতা বাবুল, মোঃ রুবেল, ওয়ার্ড ছাত্রদল নেতা পারভেজ, বিজয় মারমা, রবিউল হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ও মহিলা দলের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপল্লী উন্নয়ন সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় জামায়াতের মতবিনিময় সভা