পাহাড়তলী ও দক্ষিণ বাকলিয়ায় ককটেল বিস্ফোরণ

পশ্চিম বাকলিয়ায় কাউন্সিলর প্রার্থীর কার্যালয় ভাঙচুর

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম ডিউকের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলিয়ার মিয়া খান নগরে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ৯টার দিকে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। নির্বাচনকে ঘিরে এলাকায় অস্থিরতা সৃষ্টির জন্য এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে পাহাড়তলীর বাস্তুহারা কলোনিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।
পাহাড়তলীর বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, বাস্তুহারা কলোনিতে ভাঙচুর হয়েছে। ১০/১২ জন আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটগ্রহণ উপলক্ষে আজ বন্ধ থাকবে ইপিজেড
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু