পাহাড়খেকো ইয়াসিনকে এবার চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের পাহাড়খেকো ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে এবার চাঁদাবাজি ও মারধরের এক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ইয়াসিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে তার আইনজীবী আবেদন করেন। আদালতের পেশকার মাইনুদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, গত ১০ মে হাটহাজারী থানাধীন বেতুয়া এলাকার মো. আবুল খায়ের নামের এক ব্যক্তি চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ইয়াসিনসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।
মামলার আরজিতে উল্লেখ হয়, দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িতে গিয়ে বাদী আবুল খায়ের, তার পিতাসহ পরিবারের সদস্যদের মারধর করে ইয়াসিনসহ আসামিরা। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। তদন্ত শেষ করে তিনি গত ২৩ আগস্ট ইয়াসিনসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত সূত্র আরো জানায়, গত ১৫ জুলাই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে যান। এ সময় ইয়াসিনের নেতৃত্বে পরিদর্শন টিমের গাড়ি বহর থেকে স্থানীয় মেম্বারকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় মেম্বারের ভাই ইয়াসিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করলে গত ১৯ জুলাই নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ইয়াসিন গ্রেপ্তার হয়। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় গ্রামের শামশুল হকের ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে জঙ্গল সলিমপুরে বসবাস করছে। তার বিরুদ্ধে জঙ্গল সলিমপুর ও পাশের আলী নগর এলাকার একাধিক পাহাড় কেটে প্লট তৈরি করে তা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। থানা পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, ইয়াছিন একজন দুর্র্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, গুম ও নাশকতাসহ সীতাকুণ্ড থানায় ১৮টির অধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজট