পাহাড় থেকে ছড়ায় লাফ, এরপর করুণ পরিণতি

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

বন্ধুদের সাথে বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ে নৈসর্গীক সৌর্ন্দয্য উপভোগ করতে আসেন কলেজ ছাত্র রিদুয়ানুল ইসলাম রিজভী (২০)। কিন্তু শখের বসে ঘুরতে এসে তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। গতকাল শনিবার বিকালে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের ভান্ডাল জুড়ি ছড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রিদুয়ানুল চট্টগ্রামের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনিস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। সে নগরীর ষোলশহর দুই নং গেইট এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলাম দৌলতের এক মাত্র ছেলে।
জানা যায়, সবুজ পাহাড়ের উপরে উঠে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন পাঁচ বন্ধুসহ রিজভী। হঠাৎ চোখ পড়ে পাহাড় বেয়ে আসা ভান্ডাল জুড়ি ছড়ার পানির দিকে। দেরি না করেই রিজভী পাহাড় থেকে ছাড়ার পানিতে লাফ দেয়। এরপর আর উঠে আসতে পারেনি।
নিহত রিজভীর বন্ধু ইকতাদুল ইসলাম জানায়, তারা এক সাথে পড়া লেখা করেন। শনিবার বিকালে রিজভীসহ পাঁচ বন্ধু তাদের অপর বন্ধু শেখ মোর সেলিম তাওরাতের (২০) গ্রামের বাড়ি বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড়ে ঘুরতে যায়। বন্ধুরা সবাই পাহাড়ে আনন্দ উল্লাস করে ছবি তোলেন। এরপর রিজভী হঠাৎ ছড়ার পানিতে নামতে চাইলে সবাই তাকে বাধা দেয়। কিন্তু রিজভী বাধা উপেক্ষা করে পাহাড় থেকে ছড়ার পানিতে লাফ দেয়। হাঁটু পরিমাণ পানিতে লাফ দিয়ে রিজভী না উঠায় বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করেন। পরে এলাকার লোকজনের সহায়তায় জাল ফেলে মুমূর্ষ অবস্থায় তাকে পাড়ে তোলা হয়। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল হতে রিজভীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রিজভীর মা শাহনাজ বেগম রাতে বোয়ালখালীতে ছুঁটে আসেন। ছেলের নিতর দেহ হাসপাতালের জরুরি বিভাগে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। মায়ের আর্তনাদ আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএসিড দগ্ধের যন্ত্রণায় দুই যুগ বেঁচে থাকা
পরবর্তী নিবন্ধবিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু