বাঁশখালী উপজেলার পাহাড়ী চাম্বল, পুঁইছড়ি এলাকায় পাহাড় কাটার সময় একটি স্ক্যাভেটর জব্দ করে সাবেক ইউপি মেম্বার শের আলীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নের্তৃত্ব এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া ৮নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকায় পাহাড় কাটার সময় একটি স্ক্যাভেটর জব্দ করা হয় এবং পাহাড় কাটার সাথে ৮ নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার শের আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এই সময় পার্শ্ববর্তী ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন রোধে প্রশাসন সবসময় সক্রিয়। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে পাহাড় কাটায় সাবেক মেম্বার শের আলীকে দুই লাখ টাকা জরিমানা করে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।