পাহাড় কাটার অপরাধে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে পাহাড় কাটার অভিযোগে এক ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে মির্জাপুর ইউনিয়নে চারিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাহাড় কাটার স্থানটি ইউএনও সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, ইটভাটা কোম্পানি এমবিসির নিকটবর্তী একটি পাহাড় কেটে মাটি স্তূপ করে রাখা হয়েছে। পাহাড় কাটার ঘটনা আড়াল করতে কাটা অংশে কালো রঙ মেরে দেওয়া হয় এবং গাছের চারা রোপন করা হয় কিন্তু পরিদর্শনে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।

অভিযুক্ত মোঃ হেলাল উদ্দিন, পিতাহাজী শহর মিয়া, মুরাদপুর চারিয়া, মির্জাপুর তার অপরাধ স্বীকার করেন। অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাজার মডেল থানা পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পরিবেশ সচেতন মানুষজন।

ইউএনও জানান পরিবেশ রক্ষায়, বিশেষ করে পাহাড় রক্ষায় জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন, হাটহাজারী এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তবে, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।

পূর্ববর্তী নিবন্ধ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
পরবর্তী নিবন্ধজালালাবাদ ওয়ার্ডে সড়ক উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প