প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই, আইন, অর্থনীতি ও ইইই বিভাগের উদ্যোগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইন ভবন–সংলগ্ন প্রাঙ্গণে দিনব্যাপী ‘হিম উৎসব ও কাওয়াফল সন্ধ্যা ২.০’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।
উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের ছয় ঋতুর মধ্যে গ্রীষ্মের পরে আসে বর্ষা। বর্ষা ঋতু এখন এত লম্বা যে, শরৎ ও হেমন্ত উধাও হয়ে গেছে। এটা হয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে। আমি এই নেতিবাচক প্রভাব বলতে বোঝাতে চাচ্ছি, পাহাড় কেটে ফেলা হচ্ছে, খাল–জলাশয়–ডোবা–দিঘি ভরাট করা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে ইত্যাদি। এসবের বিরুদ্ধে সরব হতে হবে। এগুলো নিয়ে চিন্তা না করলে, সমাধান বের করতে না পারলে পরবর্তী প্রজন্মকে একটা বাসযোগ্য শহর উপহার দিতে পারব না। চট্টগ্রামকে ক্লিন গ্রিন হেলদি সিটিতে পরিণত করতে আমি সবার সহযোগিতা চাই। চাই প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক–শিক্ষার্থীদের সহযোগিতাও।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। আমার আবেদন, খাল–নালা পরিষ্কার রাখুন, শহরটাকে সুন্দর–পরিষ্কার রাখুন ও নিজের করে ভাবুন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, অচিরেই মেয়র প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আরো কিছু উদ্যোগ বাস্তবায়ন করবেন, যার মধ্যে একটি হলো, খেলার মাঠের ব্যবস্থা করা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয়, দলগত কাজের অভ্যাস গড়ে তোলে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক ও আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মেলায় শীতকালীন পিঠাপুলি নিয়ে ছিল নানা স্টল ও ফুড কর্নার। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় বিনোদনমূলক আয়োজন ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত।
আইন বিভাগের শিক্ষার্থী ফজল আল মাহমুদ অয়ন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা বৈদ্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, অর্থনীতি বিভাগের কো–অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সিএসই বিভাগের প্রশাসনিক কো–অর্ডিনেটর কিংশুক ধর, এমএসসি কো–অর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কো–অর্ডিনেটর রেজাউর রহমান, কো–কারিকুলাম কো–অর্ডিনেটর এমডি হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












