নগরের পাহাড়তলী এলাকা থেকে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ধৃতরা হচ্ছেন আসামি মো. আলী আশরাফ (২৫) ও ফজলুর রহমান মাসুম (২৯)। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল মঙ্গলবার র্যাব–এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ধৃতদের মধ্যে আশরাফকে লোহারপুল সরাইপাড়া ও মাসুমকে সাগরিকা মোড় থেকে গ্রেপ্তার করা হয়। দুজনই ফেনী জেলার ফুলগাজী থানার আনন্দপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, আশরাফ ফেনী মডেল থানার দুই মামলায় এক বছর ৬ মাসের এক সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং মাসুম ফেনী ফুলগাজী থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।