চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পাহাড়তলী থানাধীন ধোপপুল ব্রিজ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।
তিনি বলেন, ধুপপুল এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।