পাহাড়তলীতে বাড়‌তি দামে ডিম বি‌ক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৪:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে বাড়‌তি দামে ডিম বি‌ক্রি ও মূল্যতা‌লিকা প্রদর্শন না করার অ‌ভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা‌ধিকার চট্টগ্রাম।

আজ সোমবার (৭ অক্টোবর) নগরীর পাহাড়তলী বাজারে অ‌ভিযা‌ন প‌রিচালনা করে জাতীয় ভোক্তা‌ধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। অ‌ভি‌যানে অ‌ধিক মূল্যে ডিম বি‌ক্রি করায় রহমা‌নিয়া দরবার শরীফকে ১০ হাজার জরিমানা, মূল্যতা‌লিকা না থাকায় আবুল খায়ের স্টোরকে ৪ হাজার টাকা, না‌সির ট্রেডার্সকে ৪ হাজার টাকা, মোতালেব মিয়ার দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা‌ধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ প‌রিচালক ফয়েজ উল্লাহ জানান, এম‌নিতে ডিম দাম একটু বাড়‌তি, তার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আরো বাড়‌তি নিচ্ছে। দাম নিয়ে কারসা‌জি করার জন্য অ‌নেক ব্যবসায়ী স‌ঠিক মূল্য প্রদর্শন করেন না।

সেখানে নয় ছয় করার সুযোগ থেকে যায়। প্রতিবারের মতো আজকেও পাহাড়তলী এলাকায় বাজার তদার‌কি করেছি। এতে অ‌ভিযানে দাম বাড়‌তি নেওয়া ও মূল্য তা‌লিকা প্রদর্শন না করার অ‌ভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। জনস্বার্থে ভোক্তা‌ধিকারের এমন অ‌ভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, আহত ৬
পরবর্তী নিবন্ধবিএনপি মণ্ডপে মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম করেছে : শামীম