পাহাড়তলীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৪:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাহাড়তলী থানাধীন ডিটি রোড হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ সাগর প্রকাশ সাকের (৪০)।

সিএমপি’র পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিস্ফোরকসহ ৮ মামলায় কারাগারে ইঞ্জিনিয়ার মোশাররফ
পরবর্তী নিবন্ধচাচার খুনের প্রতিশোধ নিলো ভাতিজা, কক্সবাজারে টিপু হত্যার ঘটনায় গ্রেফতার ৩