পাহাড়তলীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

দুইটি দেশে তৈরি দোনলা বন্দুকসহ (এলজি) মো. বেলাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নগরীর পাহাড়তলী থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে পাহাড়তলী থানার হাজী ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. বেলাল হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া চৌদ্দি বাড়ির মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, বুধবার রাতে হাজী ক্যাম্পের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে ২টি অস্ত্রসহ মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে একদিনে আরও ২৯ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের