চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে পাহাড়তলী হাজী ক্যাম্প চালু করতে গতকাল শনিবার মানববন্ধন সমাবেশ করে হজযাত্রী কল্যাণ পরিষদ। নগরীর স্টেশন রোডে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী ও মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। বক্তারা চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে পাহাড়তলী হাজী ক্যাম্প চালু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। তারা বলেন, এই চট্টগ্রাম বিভাগে হজযাত্রীর সংখ্যা অত্যধিক এবং চট্টগ্রামে রয়েছে আন্তর্জাতিক বিমান বন্দর। পাহাড়তলী হাজী ক্যাম্প চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস হিসেবে চালু করতে তেমন কোন ব্যয়ের প্রয়োজন নেই। বক্তারা বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে অল্প কয়েকজন কর্মকর্তা–কর্মচারী পাহাড়তলী হাজী ক্যাম্পে বদলি করে চট্টগ্রাম বিভাগীয় হাজীদের ফাইলসমূহ এই অফিসে প্রেরণ করে দিলেই হজ অফিস হিসেবে চালু করা সম্ভব। এতে করে ঢাকায় যাতায়াতের ঝামেলা থেকে মুক্তি পাওয়া ছাড়াও ঢাকার উপর অতিরিক্ত চাপও অনেকাংশে কমবে। তাই আমরা চট্টগ্রামবাসী আমাদের এই প্রাণের দাবি অতিসত্তর বাস্তবায়ন চাই।
মানববন্ধনের পূর্বে সকালে নগরীর স্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হল রুমে প্রজেক্টরের মাধ্যমে হজ ও ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণের আয়োজন করে হজযাত্রী কল্যাণ পরিষদ। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম।
সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেন মুহাম্মদ তানভীর হোসেন। বক্তব্য রাখেন বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক সরকার সরওয়ার আলম, বাংলাদেশ বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার আল মামুন ফারুক। উপস্থিত ছিলেন যাহেদুর রহমান যাহেদ, অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, প্রফেসর ড. এ.কে.এম সাইফুদ্দীন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নঈম নিমু, আবুল হাসনাত হাবিবুল বারী, কাজী মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ ইসমাইল মানিক, মুহাম্মদ জয়নাল আবেদীন শাবাব, কাজী শরিফুল ইসলাম, মুহাম্মদ শরীফ, অ্যাড. নুরুল আলম চৌধুরী, মুহাম্মদ ইরফান আলী ভূঁইয়া, কাজী সিহাব উদ্দিন, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, মাওলানা আবু তৈয়ব, অ্যাড. ছমি উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।