পাহাড়তলী শিশু স্বর্গ হোম পরিদর্শনে শহর সমাজসেবা অফিসার

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন বার কোর্য়াটারস্থ শিশু স্বর্গ হোমের কার্যক্রম পরিদর্শন করেছেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড হেভেন কানাডাবাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত এ হোমে বর্তমানে ৭০ জন শিশু লালিতপালিত হচ্ছে। পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভায় শিশু স্বর্গ হোমের কার্যনির্বাহী কমিটির মহাসচিব ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, আবাসিক ও অনাবাসিক মিলে এ হোম হতে ২৪৫ জন গরীব, অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়, খাদ্য, পোশাক, চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধি বৃত্তিক বিকাশ ও পুনর্বাসনে এ প্রতিষ্ঠান অনুপম ও অনবদ্য ভূমিকা পালন করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান নুরুল আমিন ও জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম, হোম ম্যানেজার জেসমিন আরা, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ ফরহাদ হোসাইন, একাউন্টস অফিসার রেজাউল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে প্রায় পাঁচ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধবায়েজিদে বিদেশি মদসহ গ্রেপ্তার দুই, কার ও বাইক জব্দ