পাহাড়তলী চালের বাজারে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে তিন আড়তকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠান তিনটি হচ্ছে মেসার্স পূবালী স্টোর, মেসার্স আজমির স্টোর ও মেসার্স জাফর অ্যন্ড ব্রাদার্স। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) সত্যকাম সেন, চট্টগ্রাম পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী অভিযান পরিচালনা করে তিন চাল আড়তকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।