চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ৪০০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পলিথিনের বিরুদ্ধে অভিযানে এসব জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ।
এ সময়, মো. শাহাদত হোসেন ও আব্দুল কাদের নামে দুইজনকে নিষিদ্ধ পলিথিন মজুদ এবং বিক্রয়ের দায়ে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে জানান, ভবিষ্যতে বিক্রয় নিষিদ্ধ পলিথিনের ব্যবসার সাথে জড়িত হবেন না। আসামিদের অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা দাশ মোবাইল কোর্টে দুটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সত্যতা থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে, দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।