পাহাড়তলী বাজারে ডিম বেচাকেনা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা

অভিযানে হয়রানির অভিযোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৪:২০ পূর্বাহ্ণ

অভিযানে হয়রানির অভিযোগে শুক্রবার থেকে ডিম বেচাকেনা বন্ধ রেখেছেন নগরীর পাহাড়তলী বাজারের ডিম ব্যবসায়ীরা। এই বাজারে ডিমের ১৫টি বড় আড়তের দোকান রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান গতকাল শনিবার সকাল থেকে বন্ধ রাখা হলেও আড়তের দোকানগুলো শুক্রবার থেকে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস শুক্কুর। আড়তে বেচাকেনা বন্ধ থাকায় শনিবার খুচরা বাজারে ডিমের দাম বেড়ে গেছে বলে দাবি করেন তিনি।

বাধ্য হয়ে দোকান বন্ধ রাখতে হচ্ছে জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা ডিম উৎপাদন করি না। কিনে এনে বিক্রি করি। আমাদের যদি বেশি দামে কিনতে হয়, কম দামে বিক্রি করা কিভাবে সম্ভব? কিন্তু বিভিন্ন সময় অভিযানের নামে আমাদেরই হয়রানি করা হচ্ছে। রশিদের সিরিয়াল নম্বর ঠিক না থাকায় জরিমানা করা হচ্ছে। তাই এক প্রকার বাধ্য হয়ে আমাদের আড়তের দোকান বন্ধ রাখতে হচ্ছে। ডিম বেচাকেনায় সুষ্ঠু নীতিমালা ও এরকম কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন আব্দুস শুক্কুর। আর এই দাবিতে রোববার পাহাড়তলী বাজারের সমিতির অফিসে সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হবে বলেও জানিয়েছেন ডিম ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সম্প্রতি পাহাড়তলীর এই ডিমের আড়তে কয়েক দফায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে অনেক আড়তদার দোকান বন্ধ করে পালিয়ে যান। আর মূল্য তালিকা আপডেট না থাকা, ভাউচার না রাখা, রাখলেও নিজেদের ইচ্ছে মতো লেখাসহ নানা গরমিল পাওয়ায় বেশ কিছু দোকানকে জরিমানা করা হয় অভিযানে।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি ছাড়া বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পত্তি অর্জন করলে বাজেয়াপ্ত
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের তালা