পাহাড়তলী চক্ষু হাসপাতালের কেরানীহাট কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ

দেখাতে পারেনি বৈধ কাগজপত্র

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কেরানীহাটে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের একটি উপকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ আল মামুন উপকেন্দ্রটি পরিদর্শনকালে তারা বৈধ কোন ধরনের কাগজপত্র দেখাতে না পারায় বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। জানা যায়, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ আল মামুন গতকাল উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এসময় বৈধ কোন ধরনের কাগজপত্র দেখাতে না পারায় কেরানীহাটে অবস্থিত চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের উপকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাজালিয়া হোসনে আজিজ চাইল্ড এন্ড জেনারেল হাসপাতাল (ল্যাব) কর্তৃপক্ষকে হাসপাতাল নাম ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যদিকে, বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন সেবা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ আল মামুন জানান, পর্যায়ক্রমে সকল বেসরকারি হাসপাতাল পরিদর্শন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধদিবস দোকানপাট বন্ধ রেখে সড়কে ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধসাঙ্গুতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু