চট্টগ্রাম বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত বছর ২৩ অক্টোবর আকবরশাহ এলাকায় উচ্ছেদ অভিযানে অংশ নেয়া পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। গতকাল রবিবার বিকালে আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের হারবাতলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. রুবেল প্রকাশ নুর নবী বাবু। সে হারবাতলীর জইদুলের ছেলে। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পরিবেশকর্মীর ওপর হামলা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।