আমরা এখন আগের মতন মোটেই নেই আর
সংসার করি নিজের রুচির যে যেমন যার যার
চলার রাস্তা আলগ আলগ জমিজমা ভাগ
ভাইয়ের মুখটা ভাইয়ে দেখে মাথায় উঠে রাগ।
আমরা এখন আগের মতন মিলেমিশে নাই
যৌথ ঘরকে টুকরো করে অনেক শান্তি পাই
নিজে নিজে সমাজ গড়ি কুঠির ঘরে রই
উপোস থাকি তবু আমরা কারো চাকর নই।
আমরা এখন আগের মতন নিয়ম মানি না
কোথায় আছে মা ও বাবা মোটেই জানি না
বউ ও বাচ্চা নিয়ে থাকি নিজেই করে ঘর
বুকের ভেতর ধারণ করে পাষাণী অন্তর।