পাষাণী অন্তর

মির্জা মোহাম্মদ আলী | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

আমরা এখন আগের মতন মোটেই নেই আর

সংসার করি নিজের রুচির যে যেমন যার যার

চলার রাস্তা আলগ আলগ জমিজমা ভাগ

ভাইয়ের মুখটা ভাইয়ে দেখে মাথায় উঠে রাগ।

আমরা এখন আগের মতন মিলেমিশে নাই

যৌথ ঘরকে টুকরো করে অনেক শান্তি পাই

নিজে নিজে সমাজ গড়ি কুঠির ঘরে রই

উপোস থাকি তবু আমরা কারো চাকর নই।

আমরা এখন আগের মতন নিয়ম মানি না

কোথায় আছে মা ও বাবা মোটেই জানি না

বউ ও বাচ্চা নিয়ে থাকি নিজেই করে ঘর

বুকের ভেতর ধারণ করে পাষাণী অন্তর।

পূর্ববর্তী নিবন্ধস্কুল গেইট ও মসজিদ গেইট থেকে ডাস্টবিন সরানোর আবেদন
পরবর্তী নিবন্ধকোরআন মুক্তির সোপান এবং অন্তরের প্রশান্তি