জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে বাবা নুর উদ্দিন মিঠুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নুর উদ্দিন মিঠু দক্ষিণ সোনাপাহাড় এলাকার মৃত সেলিম সওদাগরের ছেলে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচার ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। এ সময় নুর উদ্দিন মিঠু কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালতসূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন ওই কিশোরীকে জুসের সাথে চেতনানাশক উপকরণ খাইয়ে ধর্ষণ করেন বাবা নুর উদ্দিন মিঠু। এ ঘটনায় কিশোরী নিজে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে একই বছরের ২৩ অক্টোবর নুর উদ্দিন মিঠুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।