পাকিস্তান ও ইরান পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার পর স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কে ফিরেছে। শুক্রবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকারের দপ্তর এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। বিবৃতিতে কাকার বলেছেন, ইরান ও পাকিস্তানের স্বার্থেই ১৬ জানুয়ারির আগে সম্পর্ক যেমন ছিল তেমনটি ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া দরকার। ১৬ জানুয়ারি, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ কথিত জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। খবর বিডিনিউজের। এর ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের সিস্তান–বেলুচিস্তান প্রদেশে কথিত বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে পাল্টা ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে, ইরানের হামলায় দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছে। আর ইরান জানিয়েছে, পাকিস্তানের হামলায় চার শিশুসহ নয়জন নিহত হয়েছে। পাল্টাপাল্টি এসব হামলার জেরে ইরান ও পাকিস্তান পরস্পরের রাজধানী থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়। এখন দুই পক্ষের মধ্যে আলোচনার পর উভয় রাষ্ট্রদূতই তাদের নিজ নিজ পদে ফিরবেন বলে আশা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির–আব্দুল্লাহিয়ানের মধ্যে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার পর অগ্রগতি ঘটে।