রাশিয়ার দখলদার সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলায় দক্ষিণের সেক্টরে ইউক্রেনের বাহিনী অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, প্রতিটি সেনা, আমাদের নেওয়া প্রতিটি নতুন পদক্ষেপ, ইউক্রেনীয় ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি শত্রুমুক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্স রণক্ষেত্রের পরিস্থিতি যাচাই করতে পারেনি। ওদিকে, রাশিয়া পাল্টা হামলার প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের অগ্রগতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বরং বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা কিয়েভ বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতিসাধন করেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে বলেছেন, সেনারা একইসঙ্গে কয়েকটি দিকে সক্রিয়ভাবে লড়ছে। খবর বিডিনিউজের।
প্রায় সব সেক্টরেই আমাদের সেনা ইউনিটগুলো দক্ষিণে হামলা চালাচ্ছে। তারা পরিকল্পনায় সফলতা পেয়েছে। তারা ধীরে ধীরে সামনে এগুচ্ছে। এ মুহূর্তে তারা প্রতিদিকে ২ কিলোমিটার অগ্রসর হয়েছে। ওদিকে, ইউক্রেনের পূর্বদিকে রাশিয়া বাহিনী ইউক্রেনের সেনাদেরকে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানান মালিয়ার। অন্যদিকে, গত মাসে রাশিয়ার দখলে চলে যাওয়া বাখমুত নগরী ঘিরে ইউক্রেন বাহিনী লড়াই চালাচ্ছে।
তারা নগরীটির উপকন্ঠ থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইউক্রেনের সেনাবাহিনী গত সপ্তাহে জানিয়েছিল,তারা বাখমুত থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়া শুরু করেছে। কিয়েভ গত বৃহস্পতিবার জানিয়েছে, পাল্টা হামলা শুরুর এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে তারা নগরীটির প্রায় ১শ স্কয়ার কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠা করেছে।












