ক্ষোভে মনের গহীনে অগ্ন্যুৎপাত ঘটছে; তা বোঝানোর উপায় নেই। চারিদিকের এত দমফাটা কান্না, বুক চাঁপড়ে উঠে। এত কোলাহল এবং অপরাধের মাত্রা বেড়েছে যেনো তা দেখার কেউই নেই। মানুষ কী পরিমাণ নিরীহ হয়ে জনজীবনের অথৈ সাগরে দৌদুল্যমান হয়ে ভাসছে, তা এই সুশীল সমাজের কেউ জানেই না। লোক দেখানো কর্মকাণ্ড দেখিয়ে কেউ কেউ মানুষের বাহবা কুঁড়িয়ে গদি সামলানোর পাঁয়তারা করে। তা আর কতকাল? মানুষ বুঝেও বুঝে না কারণ আশায় বুক বেঁধে রেখেছে এইবার না হয় আমাদের কিছু একটা হবে! এই সুযোগের সদ্ব্যব্যবহার করে উচ্চাসনে আসীন হয় কতিপয় ব্যক্তিবর্গ যাদের নেই নিষ্ঠা, সময়োপযোগী ব্যবস্থা, দূরদর্শিতা বরঞ্চ নিজের চর্বি মোটাতাজাকরণে ব্যস্ত যেখানে আমজনতার অস্তিত্ব তুচ্ছ। পালাবদলের গান গেয়েই যাই, রদবদল হয় কিন্তু ভাগ্যের শিকেয় চাকা ঘোরে না। তাই বলা চলে, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোতে ব্যস্ততাই আমাদের কর্ম।