পালংয়ের নিচে মিললো ১০ কোটি টাকার আইস

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এর চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব১৫ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর মৃত আমির হোছাইনের ছেলে আহমদ হোছন (২১)

কক্সবাজার র‌্যাব১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে র‌্যাব১৫ এর একটি দল সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মসজিদুল ওয়াহাবের পূর্বপাশে জনৈক আমির হোসাইনের বসতঘরের সামনে গেলে আইসের চালানটির মূলহোতা আহমদ হোছন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাকে আটক করা হয়। পরে আহমদ হোছনের তথ্যের ভিত্তিতে তার বসতঘর তল্লাশি করে পালংয়ের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সর্বমোট ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমদ হোছন জানানতিনি দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। মিয়ানমার হতে আনা আইসের চালান এজেন্টদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন। র‌্যাব কর্মকর্তা আরো জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাহিয়া মাহি, হিরো আলম ও ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত