পার্সেল ট্রেনে দিন দিন আয় বাড়ছে

চট্টগ্রাম সরিষাবাড়ি রুট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে জামালপুরের সরিষাবাড়িগামী পার্সেল ট্রেনের আয় দিন দিন বাড়ছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ৫টি বগিই ভর্তি ছিল। আর এসব বাগিতে ৭৮ মণ মাছ ছাড়াও শুঁটকি, রাবারের জুতো ও ফার্নিচার নিয়ে যাওয়া হয়। ফলে গতকাল এই ট্রেন থেকে আয় হয়েছে ৩১ হাজার ১৭৫ টাকা। এর আগে বুধবার আয় হয়েছিল ২৩ হাজার টাকা।
জানা যায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পার্সেল-১ ও ২ নামে একটি মালবাহী ট্রেন চলাচল শুরু করেছে। পার্সেল-১ নামের ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল ৩টায় প্রতিদিন কৃষিপণ্য, মাছ, শুঁটকি, রাবারের জুতো ও ফার্নিচার নিয়ে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আখাউড়া পৌঁছবে। আখাউড়া থেকে ৮টা ২০ মিনিটে ট্রেনটি সরিষাবাড়ির (জামালপুর) উদ্দেশ্যে যাত্রা করবে। আর সরিষাবাড়িতে পৌঁছবে ভোর সাড়ে ৪টায়।
সরিষাবাড়ি থেকে ফিরতি যাত্রায় পার্সেল-২ হয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে ভোর ৫টায়। আখাউড়া পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। আখাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের দিকে রওনা দিবে দুপুর ১টা ৩৫ মিনিটে এবং চট্টগ্রামে পৌঁছবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত আজাদীকে জানান, চট্টগ্রাম থেকে ইঞ্জিনসহ মোট ৬টি বগি নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। এরমধ্যে ৫টি মালগাড়ি ব্যবহার হবে পণ্য পরিবহনের কাজে। অন্য একটি গার্ডব্রেক।
যাওয়ার-আসার পথে লাকসাম থেকে পণ্যসহ বগি যুক্ত হবে। এছাড়াও আখাউড়ায় ট্রানজিট করা হবে। সেখানে পার্সেল ৩ ও ৪ ট্রেনের সাথে সংযোজন বিয়োজন হবে পার্সেল ১ ও ২ এর বহন করা লাগেজ ভ্যান। সীতাকুণ্ড থেকে কৃষিপণ্য উঠবে। লকডাউনে প্রান্তিক কৃষকের উৎপাদিত সবজি, কৃষি মালামাল ও অন্যান্য জরুরি পার্সেল পরিবহনের জন্য চট্টগ্রাম-আখাউড়া ভৈরববাজার-সরিষাবাড়ী রুটে চালু করা হয়েছে পাসেল ট্রেন।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই-খাতুনগঞ্জে ক্রেতার দেখা নেই
পরবর্তী নিবন্ধনিউজপ্রিন্টের কর প্রত্যাহার চান সম্পাদকরা