শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ভাই, দ্বীপদেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি নিজেই তার পার্লামেন্টের সদস্যপদ ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আজ থেকে আমি সরকারের কোনো কর্মকাণ্ডেই থাকবো না, কিন্তু আমি রাজনীতি ছাড়তে পারি না, পারবো না, সাংবাদিকদের বলেছেন বাসিল।
তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় অনেকদিন ধরেই বিক্ষুব্ধ নাগরিকরা দেশের শাসনক্ষমতা থেকে রাজাপাকসে ভাইদের সরে যাওয়ার দাবি জানিয়ে আসছিল। খবর বিডিনিউজের। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ ৯ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর গত মাসের শুরুর দিকে গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন। নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থ মন্ত্রণালয়ের ভারও নিয়েছেন, তিনিই এখন শ্রীলঙ্কার সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।
কিন্তু পার্লামেন্টে বিক্রমাসিংহের দলের আসন মাত্র একটি, অন্যদিকে রাজাপাকসেদের দল এসএলপিপি ও তার জোট শরিকদের নিয়ন্ত্রণে সংখ্যাগরিষ্ঠ আসন। এসএলপিপিতে এই মুহূর্তে বাসিলের প্রভাবই সবচেয়ে বেশি হওয়ায় বিক্রমাসিংহেকে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গোটাবায়ার এই ভাইয়ের দিকেই তাকিয়ে থাকতে হবে। সরকারবিরোধী আন্দোলনের এক পর্যায়ে অন্যদের সঙ্গে বাসিলও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।
এখন ছাড়লেও পার্লামেন্টের সদস্যপদও। তবে ২০০৫ সাল থেকে ২০১৫ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাহিন্দা এখনও পার্লামেন্টের সদস্য হিসেবে আছেন। শ্রীলঙ্কার রাজনীতিতে দশককালেরও বেশি সময় ধরে রাজাপাকসে পরিবারের এই তিন ভাইয়ের দাপট দেখা গেছে। লম্বা সময় ধরে ঐক্যবদ্ধভাবে দ্বীপদেশটিকে শাসন করলেও সামপ্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে বিরোধও সৃষ্টি হয়েছিল বলে রয়টার্সের অন্য এক প্রতিবেদনে জানানো হয়।