পার্বত্য চট্টগ্রামের মানুষরা আর্ত সামাজিকভাবেও এগিয়ে যাচ্ছে

বান্দরবানে উন্নয়ন কাজের উদ্বোধনীতে পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:১৩ অপরাহ্ণ

বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানসহ চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে বান্দরবান সরকারী কলেজ ক্যাম্পাসে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ মকছদুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। উন্নয়ন কাজগুলো হচ্ছে-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে অডিটোরিয়াম, ৪০ লাখ টাকা ব্যয়ে ডরমিটরি, ২৫ লাখ টাকা ব্যয়ে লাইব্রেরি এবং ৪০ লাখ টাকা ব্যয়ে টিটিসি জামে মসজিদ নির্মাণ কাজ।

কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পাহাড়ের মানুষ আগেরমত সর্বক্ষেত্রে পিছিয়ে নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং পর্যটন শিল্প সবক্ষেত্রেই এগিয়েছে অনেকদূর। পার্বত্যবাসীর উন্নয়নে অত্যন্ত আন্তরিক সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্ঠা পার্বত্য চট্টগ্রামের মানুষ আর্ত সামাজিকভাবেও এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে।

তিনি আরও বলেন, পাহাড়ের উন্নয়ন চায়না একটা গোষ্ঠী। তারা নানাভাবে ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। তাদের কোনো ভাবেই সফল হতে দেয়া যাবেনা। ষড়যন্ত্রকারী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।

পূর্ববর্তী নিবন্ধমহানবী (দ.) কে কটূক্তির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধচকবাজারে কারিতাসের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ