১৯শ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন খবংপুড়িয়া আদর্শ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ নন্দপ্রিয় মহাথের।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন – ১৯০০’ পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সংক্রান্ত প্রধান আইনি দলিল। এটি ১৯ জানুয়ারি ১৯০০ সালে কার্যকর করা হয় এবং সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এটি বৈধ আইন হিসেবে কার্যকর রয়েছে। এ আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রথাগত শাসন ব্যবস্থা, সামাজিক বিচার পদ্ধতি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং এই অঞ্চলের পাহাড়ি জনগণের সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষা দেওয়া হয়েছে। ১২৫ বছর ধরে চলে আসা এই আইনকে এখন রীতি বহির্ভূতভাবে ছেটে ফেলার অপচেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি ভদন্ত তেজবংশ মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লোকমুত্র ভিক্ষু। পরে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ।