পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়ে। এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পৃথক বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তারই স্বপ্ন ফসল। গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাথে প্রতিষ্ঠানের রাঙামাটিস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. প্রকাশ কান্তি চৌধুরী, আশীষ কুমার বড়ুয়া, ড. প্রকাশ কান্তি চৌধুরী প্রমুখ। সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সফল বাস্তবায়ন নিয়ে প্রশংসা করেন পার্বত্য সচিব। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে জনমানুষের কল্যাণে কাজ করতে হবে।