পার্কিং থেকে ১০ সেকেন্ডে মোটরসাইকেল হাওয়া করে দিচ্ছে সংঘবদ্ধ চোরচক্র

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৬:৩০ অপরাহ্ণ

পর্যবেক্ষণ থেকে চুরি। সময় লাগে মাত্র দশ সেকেন্ড থেকে দুই মিনিট। চট্টগ্রামে ফুটপাত, বাসাবাড়ি বা অফিসের পার্কিং থেকে এভাবেই মোটরসাইকেল হাওয়া করে দিচ্ছে সংঘবদ্ধ চোরচক্র।

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এবং অন্যান্য চোরাই চক্রের সাথে যোগযোগ করে এগুলো বিক্রয় করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর ও দক্ষিণ) উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান আজাদীকে বলেন, নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুল্লাহ আল রায়হান তার সহযোগী ইরফাদুল আলম ও আক্তার হোসেনকে গ্রেফতার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর অভিযান চালিয়ে মীরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকা থেকে ৭টি মোটরসাইকেল উদ্ধার করা সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকারা ভোগ শেষে মিয়ানমার থেকে ফিরলো ২৯ বাংলাদেশি