অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালন করা হয় ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস’ হিসেবে। এই উপলক্ষে পার্কভিউ হসপিটালের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক সচেতনতামূলক র্যালি, বৈজ্ঞানিক সেমিনার এবং মাসব্যাপী ফ্রি স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করা হয়।
হাসপাতালের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। র্যালি শেষে কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ‘ইৎবধংঃ ঈধহপবৎ অধিৎবহবংং ঙপঃড়নবৎ্থ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন হসপিটালের চেয়ারম্যান ডা.এ কে এম ফজলুল হক। সভাপতিত্ব করেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। এছাড়া হসপিটালের সিনিয়র কনসালট্যান্টবৃন্দ, সার্জারি, হৃদরোগ ও গাইনী বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (সার্জারি বিভাগ) ডা. নাজমা মাহবুব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনকোলজিস্ট ডা. শেফাতুজ্জাহান ও রেডিওলজি কনসালটেন্ট ডা. উম্মে ইফাত সিদ্দীকি। বক্তারা ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। এসময় বক্তারা জানান, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতেই পার্কভিউ হসপিটাল অক্টোবর মাস জুড়ে প্রতি রবি, বৃহস্পতি ও শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন সেবা প্রদান করবে। এই ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন ডা. শেফাতুজ্জাহান, ডা. নাজমা মাহবুব, ডা. তাহেরা বেনজির ও ডা. রায়হানা আহমেদ। প্রধান অতিথি বলেন, ব্রেস্ট ক্যান্সার নারীদের মধ্যে অন্যতম প্রাণঘাতী রোগ হলেও সময়মতো স্ক্রিনিং, পরামর্শ ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। পার্কভিউ হসপিটালের এই উদ্যোগ নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।