পারিবারিক আদালত আইন ২০২৩

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

পারিবারিক আদালত আইন, ২০২৩ হলো বাংলাদেশের পারিবারিক আদালত সম্পর্কিত নতুন আইন, যা ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে গেজেটিকভাবে প্রণীত হয়ে কার্যকর হয়েছে। তবে এই আইন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে কার্যকর নয়। আইনের ৫ ধারায় বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্বের মতো বিষয়গুলোতে এখতিয়ার দেওয়া হয়েছে।

উক্ত আইনের মাধ্যমে খুব সহজেই মামলা নিষ্পত্তি ও মামলা দায়েরের সুযোগ আছে। এছাড়া স্থানীয় আদালত গঠন এবং নারীর জন্যে সুষ্ঠু বিচার পেতে এ আইন কার্যকরী ভূমিকা রাখে। যেমন যেখানে কেবল স্বামীস্ত্রীর ব্যক্তিগত সমস্যা সমাধানে ঘরোয়াভাবেই আদালত গঠনের সুযোগ রয়েছে।

উক্ত আইনের ধারা ৩৫ মোতাবেক কোনো ব্যক্তি আদালতের আদেশ অমান্য করলে আদালত তাকে জরিমানা কিংবা জেলও দিতে পারেন। এছাড়া ধারা ৩৪ মোতাবেক কেউ মিথ্যা তথ্য কিংবা মিথ্যা মামলা দিলেও একই শাস্তির বিধান কার্যকর করা হয়েছে।

তবে মনে রাখতে হবে, এই আইনে মারধর, নির্যাতন, যৌন নিপীড়ন, হত্যার হুমকি ইত্যাদি ফৌজদারি অপরাধ নয়। এসব মামলা দণ্ডবিধি বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হবে, পারিবারিক আদালতে নয়। এই আইন মূলত সমঝোতা, পুনঃপ্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হবে।

পূর্ববর্তী নিবন্ধরক্তস্বল্পতা দূর করবেন যেভাবে
পরবর্তী নিবন্ধস্যালুট জানাই শিক্ষিকা মাহেরীন চৌধুরীকে