পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট নথির খোঁজে ট্রাম্পের বাড়ি গিয়েছিল এফবিআই

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মারলগোতে হানা দিয়ে এফবিআইয়ের কর্মকর্তারা পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট নথিপত্র খুঁজেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে সাবেক প্রেসিডেন্টের বাড়ি থেকে শেষ পর্যন্ত এ ধরনের কোনো নথিপত্র উদ্ধার হয়েছে কিনা, তা জানাতে পারেনি তারা। এফবিআই কর্মকর্তারা পাম বিচের ওই রিসোর্টে পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট নথিপত্র খুঁজতেই গিয়েছিল, ওয়াশিংটন পোস্টের বৃহস্পতিবারের এমন প্রতিবেদনের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার মারলগোতে এফবিআইয়ের তল্লাশি যে পরোয়ানার ভিত্তিতে হয়েছিল, তা প্রকাশের অনুমতি চেয়ে এক বিচারকের কাছে আবেদন জানিয়েছে। রিপাবলিকান ট্রাম্প তার বাড়িতে এফবিআইয়ের হানাকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ হিসেবে চিত্রায়িত করার পর আইন মন্ত্রণালয় এ পদক্ষেপ নিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্টের ক্ষমা পেলেন স্যামসাংয়ের জে ওয়াই লি
পরবর্তী নিবন্ধথাইল্যান্ড গেলেন গোটাবায়া থাকতে পারবেন তিন মাস