পারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলনের যোদ্ধা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল। গতকাল

সোমবার সরকারি কলেজের খাগড়াছড়ি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার আহবায়ক আশিকুর রহমান আলআমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ। উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বাপ্পী মজুমদার,সহসভাপতি উজ্জ্বল কান্তি দে,বাচ্চু আহম্মেদ,যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক,সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনগরীর নালা সংস্কার ও ৫ দফা দাবিতে মানববন্ধন