পাবলিক স্পিকিং ক্লাবের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আজাদী প্রতিবেদন  | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পাবলিক স্পিকিং ক্লাবের উদ্যোগে এবং ফ্যাশন ফর লাইফ ও জেসিআই চিটাগংয়ের আয়োজনে তিন দিনব্যাপী ‘পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৩’ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিএফইউজেবাংলাদেশের কার্যকরী সদস্য আজহার মাহমুদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সহ সভাপতি জুয়েল চৌধুরী, ইস্পাহানী টি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ফতেহ আমিন তারেক, জেসিআই চিটাগংয়ের শাহেদ আলী সাকী, ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজ একাডেমির চেয়ারম্যান মসরূর উদ্দীন আনওয়ার, প্রোগ্রাম চেয়ারম্যান শিহাব সাগীর ও পাবলিক স্পিকিং ক্লাবের প্রেসিডেন্ট আনিস ওয়ারেসী। এতে চট্টগ্রামের ২০ শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে ৫০ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। সারাদিনব্যপী ৫০জন চূড়ান্ত প্রতিযোগী বিচারকাজ পরিচালনা করেন। এতে প্রধান বিচারক হিসেবে সিএমপির উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর, চিফ মেন্টর হিসেবে সিএমপির উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার) মোহাম্মদ মাহবুবুল আলম খান, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান ও কন্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগর উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীরা ‘আগামীর পৃথিবী’ শিরোনামে বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাবলিক স্পিকিং ক্লাবের প্রধান সমন্বয়ক ডা. মহিউদ্দিন মাসুমের পরিকল্পনায় তিনদিনব্যাপী পাবলিক স্পিকিং কম্পিটিশনের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী শেষে শুভ্র, অপি ও নাফিসের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত