পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নিহতের দুদিন পর এবার এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।
নিহত মোহাম্মদ নাসিম (১৮) দুবলিয়া কলেজের চলতি শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী এবং তারাবাড়িয়া গ্রামের নায়েব আলীর ছেলে। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় চরতারাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল আলম টুটুল ও সুজানগর পৌর আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।