বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, পাপাচার, অত্যাচার জুলুম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে মানুষের মাঝে মানুষত্ববোধ হারিয়ে ফেলছে। সমাজে, পাড়া–মহল্লায় জেনা ব্যাভিচার অহরহ ঘটছে এসব পাপাচারের কারণে আল্লাহর গজব নেমে আসছে। আল্লাহর গজব থেকে মুক্তি পেতে হলে পাপাচার মুক্ত জীবন গঠন করতে হবে। গত রোববার সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় শাহ্ সরফুদ্দিন দাখিল মাদরাসার বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজীন মাওলানা মামুনুর রশীদ নূরী এসব কথা বলেন।
মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহ্জাহান সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার। প্রধান মেহমান ছিলেন গারাংগিয়া দরবারের সাতবাড়িয়া পীর মাওলানা শাহ মুহাম্মদ আবদুল হালিম রশিদী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. নাজিম উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।