পানির রিজার্ভার পরিষ্কারের সময় বিস্ফোরণ

পাঁচজন দগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে পানির রিজার্ভার পরিষ্কার করার সময় বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেনমো. ফাহাদ (২০), মো. জহির (২৮), মামুন (৩০) ও নয়ন (৩১)

চমেক হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, আহতদের সবার ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়েছে এবং সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ফাহাদের শরীরের ৯০ শতাংশ, জহিরের ৮০ শতাংশ, মামুনের ৫০ এবং নয়নের ৭০ শতাংশ পুড়েছে বলে জানান তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেহাসপাতালের নিচ তলায় পানির রিজার্ভার পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পানির রিজার্ভার পরিষ্কার করার জন্য বিডিক্লিন নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়। বিকেল ৩টার দিকে তারা রিজার্ভারে নামার পর বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে, পরিষ্কার করতে আনা কোনো কেমিক্যাল থেকে বিস্ফোরণ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় আনা চারজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ খেলতে পারবে না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসর্বাত্মক অসহযোগ পৌঁছায় দ্বিতীয় পর্যায়ে