ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে জলাবদ্ধতায় যেমন দুর্ভোগ বাড়ে পানি নেমে গেলেও সেই দুর্ভোগ কমে না; আরও বাড়ে। নগরীর প্রায় এলাকা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে যায়। এসময় এলাকার নিচতলার বাসা–বাড়ি ও দোকান–মার্কেটগুলো ডুবে যায়। অনেক সময় হঠাৎ করেই বৃষ্টির সাথে সাথে জোয়ারের পানি নিচতলার বাসা–বাড়ি ও দোকানে ঢুকে পরে। তাড়াহুড়ো করে বাসা–বাড়ির জিনিসপত্র সরানো যায় না। একই ভাবে নিচতলার দোকান ডুবে গেলে–দোকানের জিনিসপত্র নষ্ট হয়ে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন।
গতকাল সকালে নগরীতে টানা বর্ষণ ও জোয়ারের পানিতে মুরাদপুর এলাকা এক বুক পানিতে ডুবে গেছে। এছাড়াও শুলকবহর, বাদুরতলা কাতালগঞ্জ, কাপাসগোলা, বড় গ্যারেজ, ডিসি রোড, ফুলতলা, খলিফাপট্টি, কে বি আমান আলী রোড, মেহেদীবাগ, চকবাজার, দুই নম্বর গেট, মোহাম্মদপুর, জাকির হোসেন রোড, ওয়াসা রেবতী মোহন সড়ক, প্রবর্তক মোড়, তিন পোলের মাথা, বাকলিয়া, দেওয়ানহাট, মোগলটুলী, পাঠানটুলী, আগ্রাবাদ কমার্স কলেজ রোড, আগ্রাবাদ রঙ্গীপাড়া, বেপারীপাড়া, আগ্রাবাদ মোল্লাপাড়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর কুসুমবাগ এলাকায় কোথাও কোমর সমান কোথাও হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার নিচতলার বাসা–বাড়ি, দোকানও পানিতে তলিয়ে গেছে।
মুরাদপুর এলাকা, বাদুরতলা এলাকায় দোকানের সামনে পানি না ঢুকার জন্য উঁচু করে বাঁধ দেয়া হলেও প্রায় দোকানে পানি ঢুকে জিনিসপত্র নষ্ট হয়েছে। বাদুরতলার ফার্নিচার ব্যবসায়ী মো. শুক্কুর বলেন, এই বর্ষায় দুই–তিনবার দোকানে পানি ঢুকেছে। ফার্নিচার পানিতে ডুবলে নষ্ট হয়ে যায়। এই দুই–তিনবারে আমার অনেক ক্ষতি হয়েছে।
চকবাজার এলাকার দোকানদার মফজল আহমদ জানান, ভারী বৃষ্টি এবং জোয়ারে প্রতিবারই দোকানে পানি ঢুকে যায়। একবার পানি ঢুকলে অনেক জিনিস নষ্ট হয়ে যায়।
আগ্রাবাদ মোল্লা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন সিএনজি চালক আবদুর রশিদ এবং ভাসমান চা দোকানদার লাল মিয়া। গতকাল তারা জানান, তাদের নিচতলার বাসা হাঁটু সমান পানিতে ডুবে গেছে। বাসার খাট–আলমিরা, সোফা, লেপ–তোশক সব ভিজে গেছে। আবদুর রশিদ বলেন, বাসার ছোট দুটো ছেলে–মেয়েকে কোনো রকমে খাটের উপর বসিয়ে রেখেছি। প্রতিবারই পানিতে ডুবলে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
একই অবস্থা নগরীর যেসব এলাকা পানিতে তালিয়ে যায়, সেসব এলাকার নিচতলার মানুষের। তাদের বাসা–বাড়িতে পানি ঢুকে প্রায় জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যায়।