পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিককর্মচারী ইউনিয়ন বৃহত্তর আঞ্চলিক কমিটির সম্মেলন গতকাল মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কাজী মোহাম্মদ আবচারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মো. মাহবুবুল আলম, মো. ইদ্রিস মিয়া, মো. গিয়াসউদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, মো. রুহুল আমিন, মিজানুর রহমান প্রমুখ ।

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। তাদের ওপর মিথ্যা মামলা, জেল, জুলুম নির্যাতন করা হয়েছে। এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ইউএনএইচসিআর ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত
পরবর্তী নিবন্ধশেখেরখীলের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকীর ইন্তেকাল