সাম্প্রদায়িক সম্প্রীতির নির্মল পরিবেশ চট্টগ্রাম পাথরঘাটা ওয়ার্ড। উক্ত ওয়ার্ড এর ব্রিকফিল্ড রোডে তিন- তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, চট্টগ্রাম কর্পোরেশন রবীন্দ্র- নজরুল একাডেমি, পাথরঘাটা বালিকা বিদ্যালয় (প্রকাশ কামাল মিয়ার স্কুল) পাথরঘাটা মহিলা কলেজ, উক্ত ওয়ার্ডে অবস্থিত। দুঃখজনক হলেও সত্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সামনে সারিবদ্ধ ভাবে অবৈধ দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য চলছে, এতে শিক্ষার পরিবেশ কলুষিত হচ্ছে। স্কুল কলেজ চলাকালীন সময়ে উক্ত দোকানগুলোর মধ্যে চায়ের দোকান এবং বেকারী গুলোতে উচ্চৈঃস্বরে অশ্লীল – গান বাজনা বাজতে থাকে, যা শ্রেণিকক্ষে শিক্ষাদানের বিঘ্ন সৃষ্টি করে, উক্ত দোকানগুলোতে বখাটে ছেলেদের উপস্থিতি লক্ষণীয়, অনেক সময় মেয়েরা আসা যাওয়ার পথে তারা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে, উক্ত এলাকা থেকে দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সহকারী প্রশাসন সহ স্কুল-কলেজে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর শিক্ষার ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়ে এগিয়ে চলছে। সেই সব সুযোগ-সুবিধা স্কুল কলেজ গুলোর প্রতি প্রদান করার জন্য, প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এতে আমাদের নারী শিক্ষা আরও দ্রুত এগিয়ে যাবে। নারী শিক্ষা যাওয়া মানেই একটি সুন্দর দেশ ও জাতি পাওয়া। তাই শিক্ষা ব্যবস্থায় নারীর শিক্ষার্থীদের চলাফেরা সহজ ও সুপথে হওয়া খুব জরুরি।