পাথরঘাটায় তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরের পাথরঘাটায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বেকারি পণ্য তৈরি, বিভিন্ন ধরনের রাসায়নিক এর ব্যবহার, ভিন্ন ভিন্ন কোম্পানির নামে বিস্কুট বাজারজাত করা এবং মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে পাথরঘাটার ইকবাল রোডের ন্যাশনাল ফুডস প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা, ওমর আলী মার্কেটের বায়েজিদ বেকারি কারখানাকে ১৫ হাজার টাকা ও অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বর্ধিত করার অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার আইনজীবী হতে চান জেড আই খান পান্না, সুযোগ নেই বলল ট্রাইব্যুনাল
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেপ্তার