পাথরঘাটা শান্তিকুঞ্জ বুদ্ধ বিহারে কঠিন চীবর দান

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

পাথারঘাটা জেতবন শান্তিকুঞ্জ বুদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। বসুমিত্র মহাথেরর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসভাপতি প্রজ্ঞানন্দ মহাথের। প্রধান ধর্মালোচক ছিলেন সুমনজ্যোতি থের। সংঘদান ও কঠিন চীবর দান দুই পর্বে আলোচনায় অংশ নেন শাসনানন্দ মহাথের, বোধিরতন মহাথের, তিলোকাবংশ মহাথের, এইচ. শীলজ্যোতি মহাথের, লোকশ্রী মহাথের, এস. প্রিয়পাল থের, জ্ঞানবোধি থের, প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, অধ্যাপক তুষার কান্তি

বড়ুয়া, এস আই সুমন বড়ুয়া শাপলা, বিপ্লব বড়ুয়া প্রমূখ। কর্মসূচির উদ্ধোধন করেন বিহারের অধ্যক্ষ এম. বোধিমিত্র মহাথের। মঙ্গলাচরণ করেন শীল বোধি ভিক্ষু ও নন্দবোধি ভিক্ষু। বক্তব্য রাখেন সজল বড়ুয়া, অমল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, সুমল বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন নিখিল বড়য়া, উপস্থিত ছিলেন চিম্ময়ী বড়ুয়া, ভানু বড়ুয়া, ব্যাংকার রাজীব বড়ুয়া প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব বড়ুয়া জনি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রণি কুমার বড়ুয়া ও শিল্পী চন্দ্রিকা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি আর্টিলারি মোড় ইউনিটে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল