ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাইন্দং ইউনিয়নের মোহাম্মদ ওয়াহাব মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্ডা মার্কেটে দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ৪ জন আরোহী আহত হলে পথচারীরা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ওয়াহাব মিয়ার অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে রেফার করা হয়।
ইউপি সদস্য নুর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াহাব মিয়ার চট্টগ্রাম মেডিকেলে রাত সাড়ে আটটার দিকে মৃত্যু হয়েছে।
জানা গেছে, ওয়াহাব মিয়া এক সপ্তাহ আগে বিদেশ থেকে বিয়ে করার জন্য দেশে এসেছেন। দুর্ঘটনা ঘটার আগে সে সুয়াবিল এলাকায় পাত্রী দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি পাইন্দং ইউপির ১নং ওয়ার্ডের ফকিরাচান এলাকার পূর্ব পাড়ার মোহাম্মদ সৈয়দুল হকের পুত্র।












