পাত্রী দেখতে গিয়ে অপহৃত ৩ বন্ধুর লাশ মিলল জঙ্গলে

ছোট ভাইয়ের বিয়ের জন্য টেকনাফে গেলেন কক্সবাজারের তিন বন্ধু ঘটনার ২৫ দিন পর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে টেকনাফে ছোট ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে অপহৃত তিন বন্ধুর মৃতদেহ ঘটনার ২৫ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। গতকাল বুধবার বিকাল ৫ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় এ অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিহতরা হলেনকক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল (৩৫), কক্সবাজার পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার মৃত মোহাম্মদ কবিরের ছেলে মোহাম্মদ ইউছুপ (৩৪) এবং ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইমরান (৩৩)। নিহত তিনজনই পরস্পরের বন্ধু বলে জানান র‌্যাব১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম সুমন। তবে গ্রেপ্তার ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয় সূত্র জানায়, গত ২৮ এপ্রিল ছোট ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে টেকনাফে যান কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন ওরফে রুবেল (৩৫)। তিনি পেশায় লবণ ব্যবসায়ী। তার সঙ্গে যান দুই বন্ধু ইমরান ও ইউছুপ। ওইদিন বিকালে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত। পরদিন সকালে অপহরণকারীরা অপহৃত জমির হোসেন রুবেলের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে তার আত্মীয়স্বজনের কাছে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ বাবদ দাবি করে। পরে গহীন পাহাড়ে তাদের বেঁধে রেখে মারধর ও নির্যাতনের ভিডিও চিত্রও পাঠানো হয় স্বজনদের কাছে। আর মুক্তিপণের টাকা না দিলে জিম্মিদের প্রাণনাশেরও হুমকি দেয়।

নিহতের স্বজনদের বরাতে লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ঘটনার পর থেকে ভুক্তভোগীদের স্বজনরা র‌্যাবসহ আইনশৃক্সখলা বাহিনীর সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। কিন্তু টেকনাফের গহীন পাহাড়ি এলাকায় দুষ্কৃতকারীরা বার বার স্থান পরিবর্তন করায় তাদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে মঙ্গলবার সকালে ঘটনায় জড়িত সন্দেহে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে বুধবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে অন্তত ১৫ দিন আগে তাদের হত্যা করা হয়েছে। মৃতদেহগুলো পচে গলে কংকাল হয়ে গেছে। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে বলে জানান লে. কর্নেল সাইফুল ইসলাম। তিনি জানান, টেকনাফের দমদমিয়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় এখনো অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান র‌্যাব১৫ অধিনায়ক সাইফুল।

পূর্ববর্তী নিবন্ধআজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী
পরবর্তী নিবন্ধচকরিয়ার রিজার্ভপাড়ার ‘ত্রাস’ কলিম উল্লাহ গ্রেপ্তার